নিত্যনতুন বিতর্কিত ঘটনায় শিরোনামে থাকছে পাকিস্তান সুপার লিগ। তেমনই এক ঘটনার জন্ম দিলেন সোহেল খান আর লেগ স্পিনার ইয়াসির শাহ। কুয়েট্টা গ্লাডিয়েটরের সঙ্গে লাহোর কালান্দার্সের মধ্যকার ম্যাচে ঘটেছে সেই ঘটনা।
খেলা চলছিল কুয়েট্টা গ্লাডিয়েটরের সঙ্গে লাহোর কালান্দার্সের। রান তাড়া করছিল কুয়েট্টা। ম্যাচের ১৯ তম ওভার করছিলেন লাহোরের শোহেল খান। চতুর্থ বলটি করার আগে ফিল্ডিংয়ে কিছু পরিবর্তন করছিলেন শোহেল। ইয়াসির সাহকে ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ারে দাঁড়াতে বলছিলেন শোহেল। কিন্তু ইয়াশির শুনতেই পাননি শোহেলের নির্দেশ।
এরপর দৃষ্টি আকর্ষণের জন্য শোহেল বলটি ছোঁড়েন ইয়াসিরের উদ্দেশ্যে। তাতে অবশ্য পরিস্থিতি বদলায়নি। ইয়াশির কড়া দৃষ্টিতে তাকান শোহেলের দিকে। যে স্থানে ফিল্ডিং করছিলেন, সেখানেই দাঁড়িয়ে থাকেন। লাহোর ম্যাচটা জিতলেও ম্যাচ শেষে করমর্দন করেননি এই দুই তারকা।
সাবেক ইংলিশ ক্রিকেটার কেভিন পিটারসেন আবার গোটা ঘটনায় ভীষণ মজা পেয়েছেন। তিনি ট্যুইট করেছেন, ‘আমার ক্রিকেট ক্যারিয়ারে সবচেয়ে মজার মুহূর্তের সাক্ষী থাকলাম। ফিল্ডারের দৃষ্টি আকর্ষণের জন্য বাউন্ডারির দিকে বল ছুঁড়ল বোলার।’
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর