বিরাট কোহলিকে অত্যন্ত নোংরাভাবে আক্রমণ করলেন সাবেক প্রোটিয়া ক্রিকেটার পল হ্যারিস। তার মতে, দক্ষিণ আফ্রিকা সফরে বিরাট নাকি চাষিদের মতো ভাষা ব্যবহার করেছেন!
কাগিসো রাবাদা-স্টিভ স্মিথ বিতর্কে আচমকাই বিরাটকে টেনে এনেছেন দক্ষিণ আফ্রিকার হয়ে মাত্র ৩৭ টেস্ট খেলা বাঁহাতি এই স্পিনার। অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টে স্মিথের দিকে তেড়ে গিয়ে বিচ্ছিরিভাবে অঙ্গভঙ্গি করেছিলেন রাবাদা। শাস্তিস্বরূপ তাকে ২ টেস্টে নির্বাসিত করা হয়েছে। আইসিসির এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি হ্যারিস।
তার মনে হয়েছে, আইসিসির হয়তো কোনও সমস্যা রয়েছে রাবাদা কিংবা দক্ষিণ আফ্রিকা দলকে নিয়ে। রাবাদার অপরাধ আইসিসির লেভেল ২ পর্যায়ে পড়ে। বিরাট অবশ্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ দেখানোয় বিরাটের ম্যাচ ফির ২৫ শতাংশ কাটা গিয়েছিল। ১ ডিমেরিট পয়েন্ট অর্জন করেছিলেন বিরাট।
রাবাদা আরও বড় কাণ্ড ঘটিয়েছেন। শাস্তিস্বরূপ তার ম্যাচ ফির ৫০ শতাংশ কাটা গেছে। ২ টেস্ট নির্বাসিত হয়েছেন। এবং ৩ ডিমেরিট পয়েন্ট অর্জন করেছেন রাবাদা। গত ২ বছরের হিসেব ধরলে রাবাদা ৮ ডিমেরিট পয়েন্ট অর্জন করেছেন। যার ফলে তাকে ২ টেস্ট নির্বাসিত করা হয়েছে।
ট্যুইটে হ্যারিস বলেছেন, ‘অনেকেই তো খারাপ ব্যবহার করেছে। বিরাট দক্ষিণ আফ্রিকায় ৩টি টেস্টেই অত্যন্ত খারাপ ব্যবহার করেছে। চাষীদের মতো ভাষা ব্যবহার করেছে। কিন্তু বিরাটের বড় শাস্তিই হয়নি। মনে হয় রাবাদা বা দক্ষিণ আফ্রিকা দলকে নিয়ে আইসিসির সমস্যা আছে।’
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর