চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বিরল ছবি। ফুটবল মাঠে দাপিয়ে বেড়াল বিড়াল। যার ফলে কিছুক্ষণের জন্য খেলা বন্ধ করে দিলেন রেফারি।
বুধবার রাতে বেসিকতাসের মাঠে খেলা চলছিল বায়ার্ন মিউনিখ বনাম বেসিকতাসের। গোটা গ্যালারি ছিল ভর্তি। দ্বিতীয়ার্ধের খেলা তখন সবে শুরু হয়েছে। মাঠে দাপট দেখাচ্ছে হেইঙ্কসের দল। সেইসময়ই নিরাপত্তার বেষ্টনী এড়িয়ে মাঠের ধারে চলে আসে একটি বিড়াল।
যার ফলে কিছুক্ষণের জন্য খেলা বন্ধ করতে হয় রেফারি মাইকেল অলিভারকে। পরিস্থিতি বেগতিক দেখে কিছুটা ঘাবড়ে গিয়ে দ্রুত মাঠ ছাড়ে বিড়ালটি। তারপর পুনরায় শুরু হয় খেলা।
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর