কলকাতা নাইট রাইডার্স শিবিরে আবারও দু:সংবাদ! ক্রিস লিনের পর এবার চোট পেয়েছেন মাইকেল জনসন।
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর জনসনের সামনে এবার আইপিএলে নয়া চ্যালেঞ্জ। কেকেআরের জার্সিতে মাঠে নামবেন তিনি। আর আবারও বিশ্বমঞ্চে ফের নিজেকে প্রমাণ করতে ফিটনেস নিয়ে কঠোর পরিশ্রম করে চলেছেন তিনি।
তবে ফিটনেস নিয়ে পরিশ্রম করার মাঝেই ঘটে এক দুর্ঘটনা। জিমে অনুশীলনের সময় চিনবারে আহত হন তিনি। গভীর ক্ষতও তৈরি হয়।
এরপরে তারকা অস্ট্রেলিয়া পেসার নিজেই নিজের ক্ষতের ছবি পোস্ট করেন। জানা গেছে, জনসনের ক্ষততে ১৬টি সেলাই পড়েছে।
দুর্ঘটনার ছবি নিজের সোশ্যাল প্রোফাইলে পোস্ট করে তিনি লিখেছেন, ‘‘আপনি যদি রক্ত দেখতে ভয় পান এবং কাটা ছেড়া অপছন্দ করেন তাহলে এই ছবি দেখা থেকে বিরত থাকুন। আমি জানি, নিজের সঙ্গে মোটেই ভাল করিনি।’’
যদিও জনসন পরে জানিয়েছেন, তিনি এখন সুস্থ রয়েছেন।
বিডি প্রতিদিন/১৬ মার্চ, ২০১৮/ওয়াসিফ