বেঙ্গালুরুর হয়ে রঙ বদলাচ্ছেন বিরাটরা৷ এবারের আইপিএলে সবুজ জার্সিতে দেখা যাবে বিরাটদের৷ তবে সবকটি ম্যাচে নয় ১৫-ই এপ্রিল রাজস্থানের বিরুদ্ধে হোম ম্যাচে সবুজ জার্সি পরে মাঠে নামবেন বিরাটরা৷
‘গো-গ্রিন’ প্রচারকে সাপোর্ট করে প্রতি বছর আরসিবি আইপিএলের একটি ম্যাচ সবুজ জার্সি পরে খেলে৷ সেই ম্যাচটি শুরুর আগে বিরাট বিপক্ষ দলের অধিনায়কের হাতে একটি চারা গাছ তুলে দেন৷ নুভোক ভিস্তাস ক্রপ লিমিটেডের সঙ্গে আরসিবি‘র গাঁটছড়া বাঁধার বছরে এই ‘গো-গ্রিন’ প্রচার শুরু হয়েছিল৷ নুভোক ক্রপ আরসিবির প্রধান সহযোগী৷ এই গ্রুপের ডুরাগার্ড সিমেন্টের লোগো বিরাটদের জার্সিতে থাকে৷
চমক রয়েছে বিরাটদের সবুজ জার্সিতেও৷ সংস্থাটির সেলস ও মার্কেটিং ম্যানেজার মধুমিতা বসু জানান, ‘ আমরা আরসিবিকে সাধুবাদ জানাই প্রতিবছর একটি ম্যাচ সবুজ জার্সিতে খেলার জন্য৷ সবুজ জার্সিগুলি প্লাস্টিক রিসাইকেল করে তৈরি করা হয়৷’
এরপর আরসিবি টিমের পার্টনার হতে পারাটাকে গর্বের বিষয় বলে উল্লেখ করে মধুমিতা বসু জানান, ‘আরসিবির মত ইউনিক ও প্রগতিশীল দলের প্রধান সহযোগী হতে পেরে আমরা গর্বিত৷ দলে এবি ডি’বিলিয়ার্স , উমেস যাদব এবং অবশ্যই অধিনায়ক বিরাটের মত দারুন ক্রিকেটাররা রয়েছেন৷’
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর