শ্রীলঙ্কার দেওয়া ১৬০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শূন্যরানে সাজ ঘরে ফিরেছেন লিটন দাস। ধনঞ্জয় ডি সিলভার বলে পেরেরা হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন এ ওপেনার। বল খেলেছেন ৩টি। এর আগের ম্যাচে তার ব্যাট থেকে এসেছিল ৭ বলে ৭ রান।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ৩ ওভারে ১ উইকেটে ২৬ রান সংগ্রহ করেছে। উইেকেটে আছেন তামিম ইকবাল ও সাব্বির রহমান।
এর আগে ৪১ রানে পাঁচ উইকেট পড়ে যাওয়া শ্রীলঙ্কাকে টেনে তুললেন লঙ্কান দুই ব্যাটসম্যান কুশল পেরেরা ও থিসারা পেরেরা। দুজনে মিলে গড়েন ৯৭ রানের জুটি। আর এতেই নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকে ১৫৯ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা।
লঙ্কানদের হয়ে কুশল পেরেরা ৪০ বলে খেলেছেন ৬১ রানের দুর্দান্ত ইনিংস। যেখানে ১টি ছক্কা ও ৭টি চারের মার রয়েছে। আর শেষ দিকে মারকুটে ইনিংস উপহার দিয়েছেন থিসারা পেরেরাও ৩৭ বলে ৩ ছক্কা ও ৩ চারে করেছেন ৫৮ রান।
বাংলাদেশের হয়ে মুস্তাফিজ ২টি, সাকিব, মিরাজ, রুবেল ও সৌম্য ১টি করে উইকেট পেয়েছেন।
বিডিপ্রতিদিন/ ১৬ মার্চ, ২০১৮/ ই জাহান