অতীতের চেয়ে এখন দলের জন্য বেশি খেলি। আগে গোল করতে মরিয়া থাকতাম। এখন অন্যকে দিয়েও তা করানোর চেষ্টা করি বলে জানিয়েছেন বার্সেলোনার তারকা খেলোয়াড় লিওনেল মেসি।
আমেরিকা টিভিকে মেসি বললেন, আগে আমি বল পেলে নিজে গোল করার চেষ্টা করতাম। এখন আমি দলের জন্য বেশি খেলি। নিজে গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে গোল করাই। সব বল থেকেই এখন আর নিজে গোল করার চেষ্টা করি না।
তিনি যোগ করেন, বলতে গেলে আমি স্বার্থপর নই। বিভিন্ন পজিশন থেকে আমি খেলা তৈরির চেষ্টা করি। আগের মতোই দৌড়ায়। তবে একটু আলাদা অ্যাঙ্গেলে। যাতে দল উপকৃত হয়।
গেল পাঁচ ম্যাচে সাত গোল করেছেন মেসি। এর মধ্যে রয়েছে বুধবার রাতে চেলসির বিপক্ষে দর্শনীয় জোড়া গোল। ওই ম্যাচে ওসমানে ডেম্বেলেকে দিয়ে এক গোল করান তিনি।
ওয়ান্ডার ম্যানের বীরোচিত নৈপুণ্যে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে উঠে গেছে স্প্যানিশ জায়ান্টরা।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন