রাশিয়া বিশ্বকাপ শেষ না হতেই শুরু হয়ে গেছে ২০২২ সালে অনুষ্ঠিতব্য কাতার বিশ্বকাপের ক্ষণগণনা। এরইমধ্যে কাতার বিশ্বকাপ নিয়ে প্রশ্ন উঠেছে। ব্রিটেনের প্রভাবশালী সংবাদমাধ্যম সানডে টাইমস শনিবার এক প্রতিবেদনে দাবি করেছে, প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়াকে হটিয়ে বিশ্বকাপের আয়োজক হতে অর্থ খরচ করেছে কাতার। যা ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফার নিয়মবিরুদ্ধ।
তথ্য ফাঁসকারীর ইমেইলের উদ্ধৃতি দিয়ে সানডে টাইমস জানায়, কাতার একটি জনসংযোগ প্রতিষ্ঠান ও মার্কিন গোয়েন্দা সংস্থার সাবেক এক কর্মকর্তাকে অর্থ দিয়েছিল যাতে তারা যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালায়।
২০২২ সালের বিশ্বকাপ আয়োজক নির্ধারক ঠিক করার কর্মসূচি চলাকালে এসব ঘটনা ঘটে। ওই সময় নিজ নিজ দেশের বিরুদ্ধে প্রভাবশালী ব্যক্তিদের ভাড়া করা হয় যাতে তারা বিশ্বকাপ আয়োজনে দেশের ভেতরে কোনো সমর্থন নেই এমন ভাবমূর্তি তৈরি করেন।
বিডি প্রতিদিন/ফারজানা