বিরাট কোহলির ব্যাটে রান মানে নতুন কিছু রেকর্ড তৈরি হওয়া। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রাজকোটে করে ফেললেন নিজের ২৪ তম শতরান। তার সাথে ২০১৮ সালে টেস্টে ১০০০ রানও হয়ে গেল বিরাটের।
গত দু’বছরও টেস্টে ১০০০'র উপর রান করেছিলেন। অর্থাৎ টানা তিন বছর টেস্টে ১০০০ রানের নজির গড়লেন বিরাট। যা আর কোনও ভারতীয় ক্রিকেটারের নেই। ২০১৮ শালে ৯ টি টেস্ট খেলেছেন বিরাট। ১৭ ইনিংসে করে ফেললেন ১০০০'র উপর রান। এবছর টেস্টে বিরাটের গড় ৫৯। রাজকোটে শুক্রবার বিরাট করেন ১৩৯ রান।
এছাড়া ২০১৮ সালে বিরাট ছাড়া আর কোনও ক্রিকেটার টেস্টে ১০০০ রানের সীমানা টপকাতে পারেননি। ইংলিশ অধিনায়ক জো রুট ১০ ম্যাচে ৭১৯ করেছেন। দক্ষিণ আফ্রিকার মার্করাম আছেন তিনে। ৯ ম্যাচে ৬৬০ রান করেছেন এই প্রোটিয়া ব্যাটসম্যান।
বিসিসিআই টুইটে বিরাটকে অভিনন্দন জানিয়ে বলেছে, ‘প্রথম ভারতীয় ক্রিকেটার। যে টানা তিনবছর টেস্টে ১০০০'র উপর রান করল।’
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর