আবারও আলেচনায় ভারতীয় তারকা স্পিনার হরভজন সিংহ। রাজকোটে চলতি টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বেহাল দশা দেখে হরভজন সিংহ প্রশ্ন তুললেন, ‘‘এই ওয়েস্ট ইন্ডিজ কি রঞ্জি ট্রফির প্লেট গ্রুপ থেকেও কোয়ার্টার ফাইনালে ওঠার যোগ্য?’’ আর এমন মন্তব্যের পর তীব্র সমালোচনার শিকার হয়েছেন তিনি।
ভারত প্রায় সাড়ে ৬শ' রান তুলে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করার সুযোগ করে দিলে তারা ৭৫ রানে পৌঁছনোর আগেই ৬ উইকেট হারায়। যে ওয়েস্ট ইন্ডিজ গত বছর ইংল্যান্ডে চতুর্থ ইনিংসে তিনশোর ওপর রান তাড়া করে টেস্ট জিতে এসেছে, সেই দলকে ভারতে এসে এ রকম ধুঁকতে দেখে এই প্রশ্ন তোলেন হরভজন।
অবশ্য হরভজন মোটেই ইতিবাচক সাড়া পাননি। বরং টুইটারে পাল্টা জবাব পেয়েছেন প্রচুর, যাদের মূল বক্তব্য হল, কয়েক দিন আগে যখন ইংল্যান্ডে গিয়ে ভারতের এই হাল হয়েছিল, তখন তিনি এই কথা বলেননি কেন? অনেকের ধারণা, একজন ক্রিকেটার হয়ে একটা ক্রিকেট দল সম্পর্কে এমন মন্তব্য করা উচিত না।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ