টিম ইন্ডিয়ার বোলিং তোপে বিধ্বস্ত ওয়েস্ট ইন্ডিজ। ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ক্যারিবীয়রা নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১৮১ রানে সবকটি উইকেট হারায়। যেখানে ভারত নিজেদের প্রথম ইনিংসে ৯ উইকেটের বিনিময়ে ৬৪৯ করে ইনিংস ঘোষণা করেছিল।
৪৬৮ রানে পিছিয়ে থাকায় ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ফের ব্যাটিংয়ে নেমেছে সফরকারীরা।
এর আগে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের হয়ে একমাত্র হাফসেঞ্চুরির দেখা পান রোস্ট চেজ (৫৩)। ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪টি উইকেট তুলে নেন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। দুটি উইকেট পান পেসার মোহাম্মদ শামি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ