ভারতের সর্বকালের সেরা টেস্ট জয়ে কিংবদন্তি প্রোটিয়া বোলারকে টপকে গেলেন রবিচন্দ্রন অশ্বিন৷ রাজকোটে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে প্রথম টেস্টে ৬টি উইকেট তুলে নেন টিম ইন্ডিয়ার এই অফ-স্পিনার৷ সেই সঙ্গে এদিন টপকে যান কিংবদন্তি প্রোটিয়া পেসার অ্যালান ডোনাল্ডকে৷
পাশাপাশি ৩৩৩টি টেস্ট উইকেট নিয়ে ভারতীয়দের মধ্যে চার নম্বরে উঠে এলেন অশ্বিন৷ এই তামিল অফ-স্পিনারের আগে রয়েছেন অনিল কুম্বলে (৬১৯), কপিল দেব (৪৩৪) এবং হরভজন সিং (৪১৭)৷ রাজকোটে সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ২৭২ রানে হারিয়েছে ভারত৷
এটি ভারতের সর্বকালের সেরা টেস্ট জয়৷ এর আগে ভারতের সবচেয়ে বড় ব্যবধানে জয় ছিল আফগানিস্তানের বিরুদ্ধে৷ চলতি বছর জুনে বেঙ্গালুরুতে আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের জয়ের ব্যবধান ছিল ইনিংস ও ২৬২ রান৷ কিন্তু শনিবার তাকেও ছাপিয়ে মাত্র আড়াই দিনে ওয়েস্ট ইন্ডিজকে শেষ করে প্রথম টেস্ট জিতে নেয় ভারত৷
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর