বঙ্গবন্ধু গোল্ড কাপ আন্তর্জাতিক টুর্নামেন্টে সেমিফাইনালে যেতে নেপালের বিদায় ঘণ্টা বাজালো ফিলিস্তিন। ফিলিস্তিনের বিপক্ষে কঠিন সমীকরণ নিয়ে বাঁচা-মরার লড়াইয়ে নামেন গত আসরের চ্যাম্পিয়ন বাল গোপাল মহাহারজানের শিষ্যরা।
কিন্তু ফিলিস্তিনের সঙ্গে সমীকরণ উৎরে যাওয়াটা যেন হিমালয়ের চূড়ায় ওঠার মতো! ফিলিস্তিন কাছে ১-০ গোলে হার মানতে হয় নেপালকে। আর এই গোলের মাধ্যমেই বঙ্গবন্ধু গোল্ড কাপ আন্তর্জাতিক টুর্নামেন্টের ৫ম আসরে সেমিতে খেলার স্বপ্নের পরিবর্তে বিদায় ঘণ্টা বাজে নেপালের।
ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য ড্র। দ্বিতীয়ার্ধ্বে ম্যাচের ৬৯ মিনিটে গোলের দেখা পায় ফিলিস্তিন। জাজিরের দুর্দান্ত ক্রসে মাথা ছুঁইয়ে বল জালে পাঠান খালেদ সালিম।
একদিকে সেমিফাইনাল নিশ্চিত করে ফিলিস্তিন। অন্যদিকে সেমিফাইনালে উঠেছে তাজিকিস্তানও।
বিডি প্রতিদিন/এ মজুমদার