পার্লেতে শনিবার (বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত) ৪ উইকেটের জয় তুলে নিয়ে দক্ষিণ আফ্রিকা ৩-০ তে হোয়াইটওয়াশ করলো জিম্বাবুয়েকে। আর এতে করে হারের বৃত্ত থেকে বের হতে পারল না জিম্বাবুয়ে। পরপর দুই ম্যাচ হারের পর শেষ ম্যাচেও হারের স্বাদ নিতে হলো জিম্বাবুয়েকে।
প্রথমে ব্যাট করতে নেমে ৪৯.৩ ওভারে ২২৮ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। জয়ের জন্য ২২৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অ্যাইডেন মারক্রাম ও রিজা হেন্ডরিকসের ৭৫ রানের জুটিতে শুভ সূচনা পায় দক্ষিণ আফ্রিকা। ৪২ রানে মারক্রাম আউট হলে ভাঙে এই জুটি। হেন্ডরিকস করেন ৬৬ রান। হেনরিক ক্লাসেন ৫৯ রান করে প্রোটিয়াদের জয় আরও সহজ করে দেন। খায়া জোন্দো ২৫ রানে অপরাজিত থেকে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার