ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড বাজে সময় কাটাচ্ছে। হার আর বিতর্কের মাঝে অনেকটাই এলোমেলো হোসে মরিনহোর শিষ্যরা। তবে এরই মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগে রোমাঞ্চকর এক জয় তেলে নিয়েছে দলটি। নিউক্যাসেল ইউনাইটেডের বিপক্ষে দুই গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ইংলিশ জায়ান্টরা।
শনিবার ঘরের মাঠ ওল্ড ট্রাফোডে খেলতে নামে রেড ডেভিলসরা। তবে কিছু বুঝে-ওঠার আগেই ৭ মিনিটে কেনেডি ও ১০ মিনিটে মুতো গোল করে স্বাগতিক শিবিরে কাঁপন ধরিয়ে দেন। আস্তে আস্তে আক্রমণের ধার বাড়ানো ম্যানইউ দ্বিতীয়ার্ধে জ্বলে ওঠে। ৭০ মিনিটে হুয়ান মাতার গোলের পর ৭৬ মিনিটে অ্যান্তোনিও মার্শাল গোল করলে সমতা পায় তারা। আর ৯০ মিনিটে অ্যালেক্সিস সানচেজ হেডের মাধ্যমে দারুণ একটি গোল করে জয় নিশ্চিত করেন।
লিগে ৮ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে অষ্টমস্থানে আছে ম্যানইউ। ৭ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ