চ্যাম্পিয়ন্স লিগে বুধবার ওয়ান্ডা মেট্রোপলিটানোতে ক্লাব ব্রাগের বিপক্ষে ৩-১ গোলে জয়ের ম্যাচটিতে ৬৯ মিনিটে ইনজুরিতে আক্রান্ত হন অ্যাথলেটিকো মাদ্রিদ স্ট্রাইকার দিয়েগো কস্তা। শুক্রবার এমআরআই স্ক্যানে কস্তার হ্যামস্ট্রিংয়ে সমস্যা ধরা পড়ে। এরই মধ্যে ক্লাবটি কস্তার বাম হ্যামস্ট্রিংয়ের লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তবে কবে নাগাদ তিনি ফিরতে পারেন এ ব্যাপারে কিছু জানানো হয়নি।
আন্তর্জাতিক বিরতির আগে রবিবার অ্যাথলেটিকো সর্বশেষ লিগ ম্যাচে রিয়াল বেটিসের মুখোমুখি হবে। ইতোমধ্যেই লুইস এনরিকের স্পেন দল থেকে বাইরে রয়েছেন কস্তা।
প্রসঙ্গত, আগস্টে রিয়াল মাদ্রিদের বিপক্ষে উয়েফা সুপার কাপে জয়ের ম্যাচটিতে চেলসির সাবেক এই ফরোয়ার্ড দুই গোল করেছিলেন। এছাড়া গত মাসে মোনাকোর বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে করেছেন এক গোল। কিন্তু লা লিগায় এবারের মৌসুমে সাতটি লিগ ম্যাচে এখনও কোনো গোল করতে পারেননি তিনি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ