কঠিন সময় পার করছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। সব ধরনের প্রতিযোগিতায় চার ম্যাচে জয়শূন্য হুলেন লোপেতেগির শিষ্যদের। সর্বশেষ লা লিগার ম্যাচে তো দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে ১-০ গোলে হারল রিয়াল। আর তারই জের ধরে মৌসুমের অর্ধেক সময় পার না হতেই সমালোচনা শুরু হয়েছে লোপেতেগিকে নিয়ে। তবে এই মুহূর্তে বরখাস্ত হওয়া নিয়ে মোটেও চিন্তিত নন তিনি।
তিনি বলেন, ‘কোচরা সব সময় ঝুঁকিতে থাকে। তাই বলে এখনই ছাঁটাই নিয়ে চিন্তা করছি না। অবশ্যই আমরা হতাশ। যেভাবে চাচ্ছি, সেটা হচ্ছে না। আমরা জানি কোচের জীবন কেমন, রিয়াল মাদ্রিদে সেটা বেশি।’
রিয়ালে কঠিন সময় গেলেও দল ঘুরে দাঁড়াবে বলে মনে করেন তিনি, ‘কেবল অক্টোবর মাস চলে। অবশ্যই ছেলেরা ঘুরে দাঁড়াবে। কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে এ জন্য এগিয়ে আসতে হবে।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ