চ্যাম্পিয়ন্স লিগে ওয়েম্বলিতে টটেনহ্যামের বিপক্ষে দুর্দান্ত খেলা বার্সেলোনা রবিবার আবার লা লিগায় খেলতে নামছে। ইংল্যান্ডের ক্লাবের বিরুদ্ধে স্বপ্নের ফুটবল খেলেছিলেন লিয়োনেল মেসি। বার্সেলোনা যে ম্যাচ জেতে ৪-২ গোলে এবং আর্জেন্টাইন মহাতারকা জোড়া গোল করেন।
তবে লা লিগায় বার্সেলোনার খেলা এখনও প্রত্যাশিত জায়গায় পৌঁছয়নি। টানা তিনটি ম্যাচে জিততে পারেননি মেসিরা। তার উপর লিগ টেবলে একেবারে নীচের দিকে থাকা জিরোনার বিরুদ্ধেও হার মানতে হয়েছে।
এ দিকে বার্সা সূত্রে জানা গেছে, কোচ নাকি দলের ছকও পাল্টে ফেলবেন। ৪-৩-৩ ছকে আর খেলবে না বার্সা। খেলবে ৪-৪-২ ছকে। এমনিতে যা অবস্থা তাতে ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে মেসি প্রথম থেকেই খেলবেন বলে জানা গেছে। হাঁটুতে চোট থাকলেও লুইস সুয়ারেজই সম্ভবত মেসির সঙ্গে শুরু করবেন।
বার্সার এই উরুগুয়ান স্ট্রাইকার বলেছেন, ‘‘আমাদের আরও বেশি করে দল হিসেবে খেলতে হবে। লিয়োকে সব সময় এতটা চাপের মধ্যে রাখাটা ঠিক নয়।’’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ