এশিয়া কাপের হার ভুলে লড়াইয়ে ফিরল পাকিস্তান৷ এবার দুবাইয়ের মাটিতে ব্যাটিং ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়াল সরফরাজ বাহিনী৷ ব্যাটিং ব্যর্থতার জন্য এশিয়া কাপে ভুগতে হয়েছিল পাকিস্তানের৷ সেই ব্যাটিংই এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শক্তি পাকিস্তানের৷
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনের শেষে পাকিস্তানের সংগ্রহ তিন উইকেটে ২৫৫ রান৷ ইমাম-হাফিজের ওপেনিং পার্টনারশিপে ওঠে ২০৫ রান৷ দুবাইয়ের উইকেটে অজি পেসারদের দাপট এদিন কাজে আসেনি৷ উল্টে গোটা দিন ধরে স্টার্ক-হল্যান্ডের ওপর ছড়ি ঘুরিয়ে গেলেন পাকিস্তানের ব্যাটসম্যানেরা৷
২ বছর পর দেশের জার্সি গায়ে চাপিয়ে পিটার সিডল হাফিজের মূল্যবান উইকেট তুলে না নিলে আরও চাপ বাড়তো অস্ট্রেলিয়ার৷ শেষ ২০১৬ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট খেলেছিলেন সিডল৷ দিনের শেষে ২৫৫ রানের পুঁজি নিয়ে মাঠ ছেড়ে টস জিতে অধিনায়কের ব্যাটিংয়ের সিদ্ধান্তকে যোগ্য সম্মান দিলন পাকিস্তানের টপ অর্ডার৷
পাকিস্তানের হয়ে ওপেনিংয়ে এদিন ভরসা দিলেন ইনজামাম- উল-হকের ভাইপো ইমাম৷ ৭৬ রানে এদিন আউট না হলে অনায়াসেই টেস্টের প্রথম শতরানটি করে ফেলতেন৷ ইনিংস সাজানো ৭টি চার ও ২টি ছয়ের সাহায্যে৷ সীমিত ওভারের ক্রিকেটের পর এবার টেস্ট ক্রিকেটেও দারুণ ব্যাটিং করছেন ইমাম৷ অপর ওপেনার হাফিজের সংগ্রহ ২০৮ বলে ১২৬ রান৷ ইনিংসে রয়েছে ১৫টি চার৷
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর