৮.২ ওভার। এর মধ্যেই ৩০ রান খরচ করে তুলে নিলেন ৫ উইকেট। এক ওভার মেডেনও নিয়েছেন। শচীন পুত্র অর্জুন টেন্ডুলকার ফের সংবাদমাধ্যমের শিরোনামে দুর্ধর্ষ বোলিংয়ের সুবাদে। অর্জুনের দাপটেই ভিনু মাঁকড় ট্রফিতে গুজরাট গুটিয়ে গেল মাত্র ১৪২ রানে। স্বল্প এই টার্গেট তাড়া করতে নেমে মুম্বাই দ্বিতীয় ইনিংসে এই রান তুলে ফেলল মাত্র ১ উইকেট হারিয়ে।
এই ম্যাচে মুম্বাইয়ের জয়ে নায়ক শচীন-পুত্র অর্জুন। বাঁ হাতি পেসারের সামনে কার্যত কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেনি গুজরাট। দিনের দ্বিতীয় বলেই অর্জুন ওপেনার ওয়ার্দমান দাতেশ শাহের স্ট্যাম্প ছিটকে দিয়ে গুজরাটের ইনিংসে প্রথম আঘাত হানেন। এরপরের দুই ব্যাটসম্যানকেও অর্জুন যখন ফিরিয়ে দেন, তখন স্কোরবোর্ডে গুজরাটের সংগ্রহ ১৬/৩।
উমাঙ্গ ও জয়মিত পটেল ৫৮ রানের পার্টনারশিপ গড়ে না তুললে গুজরাটের অবস্থা আরও শোচনীয় হত। ৭৭/৭ থাকার সময়ে ফের ব্রেক থ্রু এনে দেন অর্জুন। ধ্রবঙ্গ পটেলকে এরপরে আউট করে নিজের পঞ্চম শিকার সম্পন্ন করেন উঠতি তারকা।
জবাবে ব্যাট করতে নেমে মুম্বইয়ের দুই ওপেনার শুভেদ পার্কার (৬৭), দিব্যাংশ (৪৫) ১০৮ রানের পার্টনারশিপ গড়ে যান। প্রগনেশ কানপিলেওয়ার এরপরে ক্রিজে নেমে মুম্বইয়ে টার্গেটে পৌঁছে দেন।
অনূর্ধ্ব ১৯ পর্যায়ের ক্রিকেটে এই মৌসুমই অর্জুনের শেষ। কারণ পরের বছরে ২০ বছরে পা দিচ্ছেন তিনি। বয়স পেরিয়ে যাওয়ার কারণেই পরবর্তী যুব বিশ্বকাপেও খেলতে পারবেন না। চলতি বছরের জুলাইয়েই শ্রীলঙ্কার বিরুদ্ধে যুব দলের হয়ে টেস্টে আত্মপ্রকাশ ঘটেছিল তার। ৩ উইকেটও দখল করেছিলেন।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর