ভারতের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরলেন ডোয়েন ব্রাভো, কাইরন পোলার্ড৷ আগামী ২৪ অক্টোবর থেকে শুরু হচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি লড়াই৷ সেই টি-টোয়েন্টি সিরিজেই ক্যারিবিয়ন দলে ডাক পেলেন টি-২০ ক্রিকেটে স্পেশালিস্ট ডোয়েন ব্রাভো ও কাইরন পোলার্ড৷ ফলে কোহলিদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে লড়াই হাড্ডাহাড্ডি হবে বলে মনে করছে ক্রিকেটমহল৷
প্রায় দু’বছর পর জাতীয় দলে ডাক পেলেন ব্র্যাভো৷ শেষবার ২০১৬ সালে পাকিস্তানের বিরুদ্ধে সেপ্টেম্বরে দুবাইয়ে ম্যাচ খেলেন তারকা অলরাউন্ডার৷ অন্যদিকে, একবছর পর জাতীয় দলে খেলার সুযোগ পেলেন পোলার্ড৷
ভারতের বিরুদ্ধে ক্যারিবয়ান ওয়ানডে দলকে নেতৃত্ব দেবেন জেসন হোল্ডার৷ চোটের কারণে কোহলিদের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলেননি হোল্ডার৷ দ্বিতীয় টেস্টে অবশ্য ফিট হয়ে খেলবেন বলে জানা গেছে৷ টি-টোয়েন্টি সিরিজে দলকে নেতৃত্ব দেবেন কার্লোস ব্রাথওয়েট৷ ২০১৬ সালে ভারতের ইডেনে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে শেষ ওভারে চারটি ছয় হাঁকিয়ে ইংল্যান্ডের মুখের গ্রাস কেড়ে দেশকে চ্যাম্পিয়ন করেছিলেন ব্রাথওয়েট৷
অন্যদিকে, ক্যারিবিয়ান স্কোয়াডে জায়গা হয়নি অভিজ্ঞ তারকাদের৷ একঝাঁক অনভিজ্ঞ ক্রিকেটার জায়গা পেয়েছেন দলে৷ শুধু টি-২০ স্কোয়াডে পোলার্ড ও আন্দ্রে রাসেলের উপস্থিতি আলাদা করে চোখ টানছে৷ ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই দলেই নেই তারকা ব্যাটসম্যান ক্রিস গেইল৷ জামাইকার হয়ে শেষ লিস্ট-এ ক্রিকেটে খেলে ফেলা গেইল ব্যক্তিগত কারণে ভারত সফরে আসতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন৷ আফগানিস্তান প্রিমিয়র লিগে খেলার জন্যই ভারত সফর থেকে দূরে সরে থাকলেন তিনি৷ তবে বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজের হয়ে পরবর্তী ওয়ান ডে সিরিজগুলি খেলবেন বলে শোনা যাচ্ছে৷
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর