হোয়াইটওয়াশ হওয়ার লজ্জায় দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল রুমানাদের। তবে একমাত্র ওয়ানডেতে স্বস্তির জয় পেয়েছে স্বাগতিকরা। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ৬ উইকেট নিয়ে অফস্পিনার খাদিজাতুল কুবরাই ধসিয়ে দিয়েছেন পাকিস্তানকে।
সোমবার কক্সবাজারে টস জিতে শুরুতে ব্যাট করে বাংলাদেশের কাছে সুবিধা করতে পারেনি সফরকারীরা। ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৩৪.৫ ওভারে মাত্র ৯৪ রানে গুটিয়ে যায় পাকিস্তান। অফ স্পিনার খাদিজাতুল কুবরার স্পিনে ধরাশায়ী হয়েছে তারা। তবে শুরুটা ধীর স্থির। ১২ ওভারে ৩৮ রান করেছিলো বিনা উইকেটে। শুরুতে লতা মন্ডলের আঘাতে মুনিবা আলী বিদায় নিলে নিয়মিত বিরতিতে আঘাত হানেন খাদিজা। টপ অর্ডারই মূলত প্রতিরোধ দিয়েছে বাংলাদেশের বিপক্ষে। সর্বোচ্চ ২৯ রান আসে অধিনায়ক জাভেরিয়া খানের ব্যাট থেকে। তাকে ফিরতি ক্যাচে সাজঘরে ফিরিয়েছেন খাদিজাতুল কুবরা। তার স্পিন বিষেই মাথা তুলে দাঁড়াতে পারেনি কেউ। ৯.৫ ওভারে ২০ রান দিয়ে ৬ উইকেট নেন খাদিজা। দুটি নেন রুমানা আহমেদ।
৯৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ভিন্ন কিছুই জানা দিচ্ছিলো রুমানাদের ব্যাটিং। প্রথম বলে আয়েশা রহমান ও ৬ রানে শারমিন আক্তার ফিরে গেলে টি-টোয়েন্টির বিবর্ণ ব্যাটিং ঘুরে ফিরে আসছিলো।
প্রতিকূল পরিস্থিতি পুরোটা সামাল দেন ফারজানা হক ও অধিনায়ক রুমানা হক মিলে। তাদের জুটিবদ্ধ ইনিংসে বাংলাদেশ জয়ের কাছাকাছি পৌঁছালে আচমকা দিয়ানার বলে বোল্ড হয়ে ফেরেন রুমানা আহমেদ। দলীয় ৮৭ রানে রুমানা বিদায় নেন ৩৪ রান করে।
জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ফারজানাও বিদায় নিলে কিছুটা বিলম্ব হয় সিরিজের একমাত্র প্রাপ্তিতে। ফারজানা বিদায় নেন হাফসেঞ্চুরি থেকে দুই রান দূরে থেকে। শেষ পর্যন্ত ২৯তম ওভারে জয় নিয়ে মাঠ ছাড়েন লতা মন্ডল ও ফাহিমা খাতুন। পাকিস্তানের হয়ে দুটি উইকেট নেন সানা মির, একটি নেন দিয়ানা বেইগ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম