পাকিস্তানের বিপক্ষে একমাত্র ওয়ানডেতে ২০ রানে ৬ উইকেট শিকার করেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের ডান-হাতি অফ-স্পিনার খাদিজা তুল কুবরা। তার বোলিং নৈপুণ্যে সফরকারী পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ। দুর্দান্ত বোলিং নৈপুণ্যে বাংলাদেশের হয়ে ওয়ানডেতে নতুন রেকর্ড গড়লেন খাদিজা।
বাংলাদেশের প্রথম মহিলা খেলোয়াড় হিসেবে ওয়ানডে ক্রিকেটে এক ম্যাচে পাঁচ বা ততোধিক উইকেট শিকার করলেন খাদিজা। এর আগে বাংলাদেশের পক্ষে সেরা বোলিং ফিগার ছিলো লেগ-স্পিনার রুমানা আহমেদের।
২০১৩ সালে আহমেদাবাদে ভারতের বিপক্ষে ১০ ওভারে ২০ রানে ৪ উইকেট শিকার করেছিলেন রুমানা।
ওয়ানডেতে বাংলাদেশের হয়ে ৪টি করে উইকেট নেয়ার রেকর্ড আরও আছে খাদিজার দু’বার ও লতা মন্ডলের একবার।
বিডি প্রতিদিন/এনায়েত করিম