বাংলাদেশ প্রিমিরার লিগে (বিপিএল) সিলেট সিক্সার্সের হয়ে নিজের শেষ ম্যাচে ইনজুরিতে পড়ে তিন সপ্তাহের জন্য মাঠের বাহিরে চলে গেছেন টাইগার পেসার পেসার তাসকিন আহমেদ। ফলে জাতীয় দলের জার্সিতে শেষ হয়ে গেছে তার নিউজিল্যান্ড সফর। বাঁ পায়ের গোড়ালির লিগামেন্ট হালকা ছিড়ে গেছে তাসকিনের।
এদিকে, এই পেসারের বিকল্প হিসেবে শফিউল ইসলাম অথবা এবাদত হোসাইনকে ভাবছে বিসিবি। যা দুই একদিনের মধ্যে তা প্রকাশ করা হবে বলে জানিয়েছে জাতীয় দলের নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
এ ব্যাপারে নান্নু বলেন, ‘খুব শিগগিরই আমরা তাসকিনের বিকল্প হিসেবে দলে কাউকে যুক্ত করবো। তবে শফিউল ইসলাম অথবা এবাদত হোসাইনকে বিবেচনায় রেখেছি। তবে এমনও হতে পারে দু’জনকেই দলে রেখে দেওয়া হতে পারে।’
এর আগে, শুক্রবার চিটাগং ভাইকিংসের বিপক্ষে ম্যাচে ১০ নম্বর ওভারে ফিল্ডিং করার সময় বাম পায়ের গোড়ালিতে চোট পান তাসকিন আহমেদ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ