বিপিএলের চলতি আসরে খুলনা টাইটান্সের জার্সিতে ব্যর্থ অধিনায়ক মাহমুদউল্লাহর পারফরম্যান্স। ১২ ম্যাচে ১৮.২৫ গড়ে মাত্র ২১৯ রান করেছেন ডানহাতি ব্যাটসম্যান। সমান ম্যাচে ৭.১১ ইকোনমি রেটে উইকেট নিয়েছেন ৯টি।
এদিকে, নিউজিল্যান্ডে তিন ম্যাচের ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলতে কিছুদিনের মধ্যেই উড়াল দেবেন মাহমুদউল্লাহ। ছন্দহীন মাহমুদউল্লাহর আন্তর্জাতিক মঞ্চে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তবে এ স্পিন অলরাউন্ডারের বিশ্বাস বিপিএলের পারফরম্যান্স আন্তর্জাতিক মঞ্চে প্রভাব ফেলবে না।
তিনি বলেন, ‘‘বিপিএলের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব পড়বে কেন? আমার পারফরম্যান্স লেভেলেটা এখনো নেতিবাচকে যায়নি। কারণ পুরো ক্যারিয়ারেই লড়াই করতে করতে যাচ্ছি। আমার এতোটুকু আত্মবিশ্বাসী আছে নিউজিল্যান্ডে ভালো করতে পারবো। হয়তো আমাকে একটু কষ্ট করতে হবে। আরও কিছু বিষয় নিয়ে কাজ করতে হবে। এরজন্য আমি শতভাগের থেকেও বেশি করতে করতে প্রস্তুত।’’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ