প্রথম তিন ম্যাচ জিতে সিরিজ জেতা হয়ে গিয়েছিল আগেই। এরপর চতুর্থ ম্যাচে চূড়ান্ত ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়তে হয়েছিল। কিন্তু সিরিজের শেষ ম্যাচ জিতে নিউজিল্যান্ডের মাটিতে ৪-১ ব্যবধানে সিরিজ জিতে নিল ভারত। ওয়েলিংটনে পঞ্চম তথা সিরিজের শেষ ম্যাচে কিউয়িদের ৩৫ রানে পরাজিত করল তারা।
২৫৩ রানের জয়ের লক্ষ্য তাড়া করে ৪৪.১ ওভারে ২১৭ রানে শেষ হয়ে যায় কিউইরা। সর্বাধিক ৪৪ করলেন অলরাউন্ডার জেমস নিশাম। মহেন্দ্র সিংহ ধোনি তাকে অসামান্য তৎপরতায় রান আউট করার সঙ্গে সঙ্গে ভারতের জয় নিশ্চিত হয়ে যায়।
নিউজিল্যান্ডের পক্ষে উইলিয়ামসন (৩৯), টম লাথামরা (৩৭) রান করেন। লেগস্পিনার যুজবেন্দ্র চহাল ৩ উইকেট নিয়ে ভারতের সফলতম বোলার। মহম্মদ শামি নেন ২ উইকেট। হার্দিক পাণ্ডিয়া ২ উইকেট দখল করেন। কেদার যাদব ও ভুবনেশ্বর কুমাররা ১টি করে উইকেট ভাগাভাগি করে নেন।
এর আগে প্রথমে ব্যাট করে ৪৯.৫ ওভারে সব উইকেট হারিয়ে ২৫২ রান করে ভারত। ১৮ রানে পড়ে যায় ভারতের চার উইকেট। সেখান থেকে পঞ্চম উইকেটে আম্বাতি রায়ুডু ও বিজয় শঙ্করের ৯৮ রানের জুটি শুরুর চাপ কাটায় ভারত। রায়ুডু শেষ পর্যন্ত করেন ৯০ রান। ১১৩ বলের ইনিংসে মারলেন আটটি চার ও চারটি ছয়।
রায়ুডুর সঙ্গে ভুল বোঝাবুঝিতে তার আগে রান আউট হলেন ছয় নম্বরে নামা বিজয় শঙ্কর করেন ৪৫ রান। ৪৫ বলে ৩৪ করেন কেদার যাদব। ষষ্ঠ উইকেটে রায়ুডু-কেদার যোগ করেন ৭৪ রান। এরপর ঝড় তোলেন হার্দিক পান্ডিয়া। ২২ বলে করেন ৪৫ রান। তার ইনিংসে ছিল পাঁচটি ছক্কা ও দু’টি চার।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর