নিজেদের হোম ভ্যানুতে জিতেই চলছে আরামবাগ ক্রীড়া সংঘ। ময়মনসিংহের রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে রবিবারের ম্যাচেও চট্টগ্রাম আবাহনীকে ২-০ গোলে হারিয়েছে মারুফুল হকের শিষ্যরা। ফলে টানা তৃতীয় জয় নিয়ে মাঠ ছেড়েছে লাল জার্সি ধারীরা।
তবে চট্টগ্রাম আবাহনীর সাথে ওই ম্যাচে জয়ের নায়ক ক্যামেরুন ফরওয়ার্ডার পল এমিলি। ৬১ ও ৭৬ মিনিটে গোল পায় রবিউল হাসানের দল।
শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে ১-০ গোলের হার দিয়ে এবারের মৌসুমে যাত্রা শুরু করে আরামবাগ। এরপর থেকেই প্রতিটি ম্যাচেই দারুণভাবে খেলছে মতিঝিল ক্লাব পাড়ার দলটি।
ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা চললেও অপেক্ষাকৃত ভালো খেলেছে আরামবাগই। আগের ম্যাচে ঢাকা মোহামেডানের বিপক্ষে বড় জয়ে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে উজ্জীবিত ছিল আরামবাগ। মাত্র এক ম্যাচ জয়ী চট্টগ্রাম আবাহনী ম্যাচে তেমন ভোগাতে পারেনি আরামবাগকে। গোলশূন্য প্রথমার্ধে তারা এমন কোনো আক্রমণ করতে পারেনি যা প্রতিপক্ষ গোলরক্ষককে পরীক্ষায় ফেলে।
ম্যাচের ৬১ মিনিটে বক্সের ভেতরে থেকে এমিলির ক্রস করা বলটিতে আরিফুর রহমান গোল করেন। প্রথম গোলটির ১৪ মিনিট পর আবারো গোল উৎসবে মাতে আরামবাগ। বা প্রান্ত থেকে চিনেদু ম্যাথিউ লম্বা শটটি হেড করেন এমিলি। বল সরাসরি চট্টগ্রাম আবাহনীর জালে।
ম্যাচের ৭৫ মিনিটে আবারো সুযোগ পেলেও গোল করতে পারেনি আরামবাগ। তবে প্রথম গোল হজম করার পর উজ্জ্বল চক্রবর্তীর শিষ্যরা ম্যাচে ফেরার চেষ্টা করে। কিন্তু আরামবাগের ৪-৪-২ ফরম্যাটের শক্ত রক্ষণদূর্গ ভাঙতে পারেননি মোনায়েম খান রাজুরা। তাই শেষ পর্যন্ত হারের গ্লানি নিয়েই মাঠ ছাড়তে হয় আকাশীদের।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন