ইংলিশ প্রিমিয়ার লিগে মার্কাস রাশফোর্ডের একমাত্র গোলে লেস্টার সিটিকে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এর আগে গত ম্যাচে বার্নলির বিপক্ষে হোঁচট খেয়েছিল ইউনাইটেড। সে ধাক্কা কাটিয়ে লেস্টার সিটিকে হারিয়ে জয়ে ফিরেছে ইউনাইটেড।
রোববার স্থানীয় সময় বিকালে প্রতিপক্ষের মাঠে ম্যাচের ৯ম মিনিটে ফরাসি মিডফিল্ডার পল পগবার ভাসিয়ে দেওয়া পাস নিয়ন্ত্রণে নিয়ে লক্ষ্যভেদ করেন তিনি। এদিন ‘রেড ডেভিল’দের হয়ে নিজের ১০০তম ম্যাচে গোলের দেখা পান রাশফোর্ড।
রাশফোর্ড আর পগবা, দুজনেই হোসে মরিনহোর অধীনে নিজেদের হারিয়ে খুঁজছিলেন। কিন্তু ডিসেম্বরে মরিনহোর বিদায়ের পর থেকে ভারপ্রাপ্ত কোচ সোলসকায়েরের অধীনে এরইমধ্যে দুজনে মিলে ১২ গোল করে ফেলেছেন।
লিগে ২৫ ম্যাচে ১৪ জয় ও ছয় ড্রয়ে ৪৮ নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচে অব্স্থান করছে ম্যানচেস্টার ইউনাইটেড। অন্যদিকে শীর্ষে থাকা লিভারপুলে পয়েন্ট ৬১। ৫৯ পয়েন্ট নিয়ে টেবিলে দ্বিতীয় স্থানে অবস্থান করছে ম্যান সিটি। ৫৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে টটেনহাম। চেলসি রয়েছে চতুর্থস্থানে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন