প্যাট কামিন্সের বাউন্সারে মাথার পেছনে আঘাত লেগেছিল দিমুথ করুণারত্নের। ফিল হিউজের মর্মান্তিক মৃত্যুর স্মৃতি ফিরে এসেছিল। কিন্তু করুণারত্নে এখন সম্পূর্ণ সুস্থ। শ্রীলঙ্কার এই ওপেনারকে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়েছে।
তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টের তৃতীয় দিন একই রকম ভাবে মাথায় আঘাত পেলেন কুশল পেরেরা। রিচার্ডসনের বল পেরেরার ডান কানের ঠিক পাশে হেলমেটে লাগে। এতটাই জোরে বল লাগে যে হেলমেট ভেঙে যায়। সঙ্গে সঙ্গে কিছু না হলেও পরের ওভারেই পেরেরা অস্বস্তি বোধ করেন। তাঁকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।
চিকিৎসকরা তাকে পরীক্ষা করেন। পরে শ্রীলঙ্কার বোলিং কোচ রুমেশ রত্নায়েকে জানান, পেরেরা সুস্থ আছেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর