ইংল্যান্ডের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পরই দুঃসংবাদ পেল ওয়েস্ট ইন্ডিজ। স্লো ওভার রেটের জন্য ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডারকে এক ম্যাচের জন্য নির্বাসিত করল আইসিসি। ফলে সেন্ট লুসিয়ায় সিরিজের তৃতীয় তথা শেষ টেস্টে মাঠে নামতে পারবেন না আইসিসি’র এক নম্বর টেস্ট অলরাউন্ডার।
দশ বছর পর ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। দলের জয়ে অধিনায়ক হোল্ডার গুরুত্বপূর্ণ ভূমিকা পালণ করেন। বার্বেডোজে প্রথম টেস্টে ইংল্যান্ডকে ৩৮১ রানে পরাজিত করে ওয়েস্ট ইন্ডিজ। অনবদ্য ডাবল সেঞ্চুরি করেন হোল্ডার। সেই সুবাদে আইসিসি’র টেস্ট অলরাউন্ডাদের তালিকায় এক নম্বরে উঠে আসেন৷
অ্যান্টিগায় দ্বিতীয় টেস্টে ১০ উইকেটে জয় তুলে নিয়ে রুটদের কাছ থেকে টেস্ট সিরিজ ছিনিয়ে নেয় ক্যারিবিয়ানরা। হোল্ডার শুধু সিরিজের সর্বোচ্চ রান সংগ্রহকারীই নন, তিনি বল হাতে নিয়েছেন সাতটি উইকেট। স্বাভাবিকভাবেই তৃতীয় টেস্টে হোল্ডারের না থাকা চাপে রাখবে ওয়েস্ট ইন্ডিজকে। হোল্ডারের অনুপস্থিতিতে সহ-অধিনায়ক ক্রেগ ব্রাথওয়েট সিরিজের শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দেবেন। আগামী ৯ ফেব্রুয়ারি থেকে সেন্ট লুসিয়ায় খেলা হবে তৃতীয় টেস্ট৷
গত বারো মাসে হোল্ডারের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের এটি দ্বিতীয় স্লো-ওভার রেটের ঘটনা। এর আগে গত বছর বার্বেডোজে শ্রীলঙ্কার বরিুদ্ধে স্লো ওভার রেটে অভিযুক্ত হয়েছিল ক্যারিবিয়ান দল। একই অপরাধে হোল্ডারের নির্বাসিত হওয়ার ঘটনাও এই প্রথম নয়। ২০১৭ সালে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইনিংস হারের পর একটি টেস্টের জন্য নির্বাসিত হয়েছিলেন হোল্ডার।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর