ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ হারের ক্ষত কিছুটা হলেও ভুলতে পারলো অস্ট্রেলিয়া। নিজেদের ডেরায় পরবর্তী দু’ম্যাচের টেস্ট সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করলো অজিরা।
ব্রিসবেনের প্রথম টেস্টে এক ইনিংস ও ৪৪ রানে লঙ্কানদের পরাস্ত করেছিল অস্ট্রেলিয়া। এবার ক্যানবেরায় সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্টে ৩৬৬ রানের বিশাল ব্যবধানে জয় তুলে নিল অজিরা। জয়ের জন্য ৫১৬ রানের পাহাড়প্রমাণ লক্ষ্যমাত্রা সামনে নিয়ে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা শেষ ইনিংসে অলআউট হয়ে যায় মাত্র ১৪৯ রানে।
মানুকা ওভালে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। জো বার্নস (১৮০), ট্রেভিস হেড (১৬১) ও কার্টিস প্যাটারসনের (অপরাজিত ১১৪) দুরন্ত শতরানে ভর করে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ৫ উইকেটে ৫৩৪ রান তুলে শ্রীলঙ্কাকে পাল্টা ব্যাট করার আমন্ত্রণ জানায়৷
জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে অলআউট হয়ে যায় ২১৫ রানে। ফলোঅল করানোর সুযোগ থাকলেও অস্ট্রেলিয়া শ্রীলঙ্কাকে সেই লজ্জা থেকে মুক্তি দেয় এবং দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে। উসমান খাওয়াজার অপরাজিত ১০১ রানের সুবাদে ৩ উইকেটে ১৯৩ রান তুলে অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে দেয়।
শেষ ইনিংসে পুনরায় ব্যাটিং ভরাডুবির মুখে পড়ে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে ৫৪ রানে ৫ উইকেট নেওয়া মিচেল স্টার্ক দ্বিতীয় ইনিংসেও ৪৬ রান খরচ করে পাঁচটি উইকেট তুলে নেন। দশ উইকেট নিয়ে তিনিই ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন। ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন প্যাট কামিন্স৷
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর