আর্জেন্টাইন ফুটবলার এমিলিয়ানো সালাকে নিয়ে নিখোঁজ হওয়া সেই প্রাইভেট বিমানের ধ্বংসাবশেষের ভেতর অজ্ঞাত একজনকে দেখা যাচ্ছে বলে নিশ্চিত করেছে এই দুর্ঘটনার তদন্তে থাকা ব্রাঞ্চটি। ভিডিও ফুটেজে ইংলিশ চ্যানেলে পড়ে থাকা পানির নিচে বিমানের ধ্বংসাবশেষে স্পষ্ট কাউকে দেখা যায়।
অজ্ঞাত দেহটি শনাক্ত করা না গেলেও জানা যায়, এটি বিমান সিট অথবা ধ্বংসাবশেষের নিচে পড়ে রয়েছে।
এ ব্যাপারে তদন্তকারী দলের এক মুখপাত্র এ নিয়ে বলেন, ‘দুঃখজনকভাবে বলতে হচ্ছে, ভিডিও ফুটেজে এক অজ্ঞাত ব্যক্তিকে ধ্বংসাবশেষের ভেতর দেখা যাচ্ছে। আমরা এখন পরবর্তী পদক্ষেপ নিয়ে চিন্তা করছি। আমরা পাইলট এবং যাত্রীর পরিবার ও পুলিশের সঙ্গে যোগাযোগ করছি।’
এর আগে গত ২১ জানুয়ারি ফ্রান্সের নঁতে থেকে ইংল্যান্ডের কার্ডিফে যাওয়ার পথে ২৮ বছর বয়সী আর্জেন্টাইন ফুটবলার সালাকে বহনকারী পাইপার মলিবু বিমানটি নিখোঁজ হয়। বিমানটিতে পাইলটের দায়িত্বে ছিলেন ডেভিড ইবোটসন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ