ইংলিশ প্রিমিয়ার লিগে প্রতিপক্ষের মাঠে পয়েন্ট হারিয়েছে লিভারপুল। ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের মাঠ থেকে ড্র করে ফিরেছে ইয়ুর্গেন ক্লপের দল। যদিও মৌসুমের শুরু থেকেই লিগে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে আসছে লিভারপুল।
সোমবার রাতে ওয়েস্ট হ্যামের মাঠে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। গত সপ্তাহে লেস্টার সিটির সঙ্গে ঘরের মাঠে একই স্কোরলাইনে ড্র করেছিল লিভারপুল।
এদিকে পয়েন্ট টেবিলের দুই নম্বরে ম্যানচেস্টার সিটি তাই নিজেদের জয়ের পাশাপাশি প্রার্থনা করে লিভারপুলের পয়েন্ট খোয়ানোর। লিভারপুলের সঙ্গে ড্র করে ম্যান সিটিকে স্বস্তির হাসি এনে দিয়েছে ওয়েস্ট হ্যাম। যে কারণে দুই দলের পয়েন্ট ব্যবধান পাঁচ থেকে নেমে এসেছে তিনে।
ম্যাচের ২২তম মিনিটে বিতর্কিত এক গোলে এগিয়ে যায় লিভারপুল। লাইনসম্যানের ভুলে বিতর্কিত গোলে এগিয়ে যায় লিভারপুল। জেমস মিলনারের ক্রস পেয়ে বল জালে ঢোকান সাদিও মানে।
গোল হজম করে যেন তেঁতে ওঠে ওয়েস্ট হ্যাম। গোল শোধ করে ম্যাচে সমতা ফেরাতে তারা সময় নেয় মাত্র ৬ মিনিট। মিডফিল্ডার ফেলিপে অ্যান্ডারসনের বুদ্ধিদীপ্ত পাস ডি-বক্সে ফাঁকায় পেয়ে ডান পায়ের কোনাকুনি শটে বল ঠিকানায় পাঠান মিডফিল্ডার মিকাইল অ্যান্টনিও। ম্যাচের বাকি সময়ে আর গোল করতে পারেনি কোনো দল।
এ জয়ে ২৫ ম্যাচ শেষে ১৯ জয় এবং ৫ ড্র নিয়ে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে লিভারপুল। সমান ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে ম্যানচেস্টার সিটি। টটেনহ্যাম হটস্পার ৫৭ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে। চেলসি ৫০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে। ৪৮ পয়েন্ট নিয়ে আছে পাঁচ নম্বরে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন