নিউজিল্যান্ডের হয়ে আগেই অবসর নিয়ে ফেলেছেন ব্র্যান্ডন ম্যাককালাম। এরপর শুধুই জনপ্রিয় ক্রিকেট লিগগুলোতে ব্যাট হাতে বোলারদের শাসন করেন তিনি। দেশ-বিদেশের ক্রিকেট লিগগুলোতে অন্যতম আকর্ষণ ম্যাককালাম। কিন্তু রবিবার অস্ট্রেলিয়ার জনপ্রিয় ক্রিকেট লিগ বিগ ব্যাশ থেকে অবসর ঘোষণা করেন প্রাক্তন এই কিউই অধিনায়ক।
এই মুহূর্তে বিগ ব্যাশ লিগে ব্রিসবেন হিটের হয়ে খেলছেন ম্যাককালাম। লিগের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন এই তারকা ব্যাটসম্যান। রবিবার অ্যাডিলেড স্ট্রাইকার্সকে হারানোর পর দলকে তাঁর অবসরের সিদ্ধান্তের কথা জানান ম্যাককালাম।
শুক্রবার এই লিগে তাঁর শেষ ম্যাচ খেলবেন ম্যাককালাম।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ