দুর্দান্ত সময় পার করছে দক্ষিণ আফ্রিকা। সফরকারী পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে জয় তুলে নিয়েছে স্বাগতিকরা। এবার তাদের লক্ষ্য সিরিজের শেষ ও তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ জিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করা। অন্যদিকে, জয় দিয়ে সফর শেষ করতে মুখিয়ে আছে পাকিস্তান।
চলতি সফরে পাকিস্তানকে তিন ম্যাচ টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করে দক্ষিণ আফ্রিকা। এরপর পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-২ ব্যবধানে জিতে নেয় প্রোটিয়ারা। টেস্ট ও ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টিতেও সিরিজ নিশ্চিত হয়েছে প্রোটিয়াদের।
দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডেভিড মিলার বলেন, ‘টেস্ট ও ওয়ানডের পর টি-টোয়ের্টি সিরিজেও আমরা ভালো পারফর্ম করেছি। দারুণভাবে দুটি ম্যাচ জিতেছি আমরা। আমাদের লক্ষ্য পূরণ হয়েছে। এখন আমাদের সামনে নতুন লক্ষ্য পাকিস্তানকে হোয়াইটওয়শ করা।’
অপরদিকে জয় দিয়ে সফর শেষ করার লক্ষ্যের কথা জানিয়ে পাকিস্তান অধিনায়ক শোয়েব মালিক বলেছেন, ‘আমাদের সামনে এখন একটি মাত্র ম্যাচ বাকি। এখানে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে হবে আমাদের। সিরিজ হেরেছি আমরা, তাই আমাদের এখন আর কিছুই হারানোর নেই। তবে সিরিজের শেষ ম্যাচ জিততে চাই।’
বুধবার রাতে সেঞ্চুরিয়নে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামবে দু’দল।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ