ভারতশাসিত জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলায় নিহতের সংখ্যা ক্রমশই বেড়ে চলেছে। এরই মধ্যে এ সংখ্যা ৪৯-এ দাঁড়িয়েছে। এদের সবাই আধা-সামরিক বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) সদস্য। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে, কাশ্মীরে এই হামলার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। পুলওয়ামার এই জঙ্গি হামলার ঘটনা ছাপ ফেলতে শুরু করেছে ভারত-পাকিস্তান ক্রিকেট সম্পর্কে। আগের দিন ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়ার (সিসিআই) সচিব দাবি তুলেছিলেন, বিশ্বকাপে বাতিল করা হোক ভারত-পাকিস্তান ম্যাচ। এবার সেই দাবিতে সুর মেলালেন হরভজন সিংহ।
সোমবার রাতে এক টিভি চ্যানেলে হরভজন বলেন, ‘‘বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে একদমই খেলা উচিত নয় ভারতের। ভারতীয় দলের যা শক্তি তাতে পাকিস্তানের সঙ্গে একটা ম্যাচ না-খেলেও আমরা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারি।’’
হরভজনের বক্তব্যের অর্থ হল, পাকিস্তানকে ওই ম্যাচে ওয়াকওভার দিয়ে দিক ভারত। তাতে তিন পয়েন্ট গেলেও ক্ষতি নেই।
হরভজন আরও বলেন, ‘‘কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। যা ঘটছে তা অন্যায় এবং অবিশ্বাস্য। সরকার নিশ্চয়ই কোন কড়া ব্যবস্থা নেবে। ক্রিকেটের ক্ষেত্রে বলতে পারি, পাকিস্তানের সঙ্গে কোন রকম সম্পর্ক রাখারই আর প্রয়োজন নেই।’’ ভারতের অফস্পিনার এখানেই থামেননি। বলেন, ‘‘সবার আগে দেশ। আমাদের সৈন্যরা বারবার মারা যাচ্ছেন। শুধু ক্রিকেট কেন, কোন খেলাই খেলা উচিত নয় পাকিস্তানের সঙ্গে।’’
এ ছাড়াও পাকিস্তানের সঙ্গে সব রকম সম্পর্কচ্ছেদ করার দাবি জানিয়েছেন হরভজন। তিনি পরিষ্কার বলেছেন, ‘‘কোন রকম সম্পর্কই আর রাখা যাবে না পাকিস্তানের সঙ্গে। সেনাবাহিনীর প্রতিটি সদস্যের পাশে আছি আমরা। ওদের আত্মত্যাগ যেন বৃথা না যায়।’’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ