ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ২-০ গোলের জয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষ চারে উঠেছে আর্সেনাল।
ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে রবিবার ম্যাচের দ্বাদশ মিনিটেই এগিয়ে যায় আর্সেনাল। পেনাল্টি অঞ্চলের বাইরে থেকে ডেভিড ডি গিয়াকে পরাস্ত করেন সুইস মিডফিল্ডার গ্রানিত শাকা। পরে ৬৯ মিনিটে পেনাল্টি থেকে আর্সেনালের লিড দ্বিগুণ করেন পিয়েরে-এমরিক অবামেয়াং। অ্যালেক্সান্ডার লাকাজেত্তিকে ফ্রেড ফাউল করলে পেনাল্টি পেয়েছিল আর্সেনাল।
এই জয়ে ৩০ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠেছে আর্সেনাল। সমান ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে নেমে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
উল্লেখ্য, ইউনাইটেডের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রিমিয়ার লিগে ওলে গুনার সুলশারের এটাই প্রথম হার।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ