১৮ জুন, ২০১৯ ১৩:০০

কোপায় ভারগাসের জোড়া গোলে উড়ে গেল জাপান

অনলাইন ডেস্ক

কোপায় ভারগাসের জোড়া গোলে উড়ে গেল জাপান

কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার মিশনটা জয় দিয়ে শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন চিলি। এশিয়ান জায়ান্ট জাপানকে ৪-০ গোলে বিধ্বস্ত করল চিলি। ম্যাচে জোড়া গোল করেন এদোয়ার্দো ভারগাস।

মঙ্গলবার গ্রুপ 'সি' এর ম্যাচে টুর্নামেন্টের অতিথি দল জাপানকে গোল বন্যায় ভাসায় গত দুই আসরের চ্যাম্পিয়নরা।

সাও পাওলোর মরুম্বিতে ফেভারিট হিসেবেই জাপানের বিপক্ষে খেলতে নামে চিলি। ম্যাচের ৪১ মিনিটে গোলে দেখা পায় দলটি। কিন্তু বিরতির পর আক্রমণের ধার বাড়িয়ে দেয় তারা। ফলে ৫৪ ও ৮৩ মিনিটে জোড়া গোল করে বসেন ভারগাস। আর ৮২ মিনিটে আরও একটি গোল করেন দলের সেরা তারকা সানচেজ।

দক্ষিণ আমেররিকা সর্বোচ্চ পর্যায়ের আসরে চিলির হয়ে রেকর্ড ১২টি গোলের মালিক হলেন ভারগাস। এর আগে তিনি এনরিক হরমাজাবালের সঙ্গে ১০টি গোল করে যৌথভাবে শীর্ষে ছিলেন।

কোপা আমেরিকায় এ নিয়ে টানা ছয় ম্যাচে অপরাজিত রইলো চিলি। যেখানে পাঁচটি জয়ের বিপরীতে একটি ড্র রয়েছে। এছাড়া কোপায় নিজেদের সর্বশেষ পাঁচ উদ্বোধনী ম্যাচের চারটিতেই জয় তুলে নিল দলটি।

এ জয়ে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখলে নিলো চিলি। তাদের পরের ম্যাচ আগামী শনিবার ইকুয়েডরের বিপক্ষে। আর জাপান তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে আগামী শুক্রবার শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর