বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন খেলা দেখতে দিল্লি গিয়েছেন। শনিবার একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন ও নির্বাচক হাবিবুল বাশার সুমন। বিমানে বোর্ড সভাপতির সঙ্গে দেখা হয় বাংলাদেশ ক্রিকেট সাপোটার্স ফোরামের সদস্যদের।
বোর্ড সভাপতিকে কাছে পেয়ে ছবি তুলে রাখার লোভ সামলাতে পারেননি বাংলাদেশের ক্রিকেটের এই একনিষ্ঠ সমর্থকরা। বোর্ড সভাপতিও তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।
আগামীকাল ৩ নভেম্বর সন্ধ্যায় দিল্লিতে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে টাইগাররা।
এদিকে, এক বছরের জন্য নিষিদ্ধ হওয়ার কারণে ভারতে দলে থাকছেন না সাকিব আল হাসান। তার অবর্তমানে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
বিডি প্রতিদিন/আরাফাত