বার্সেলোনা টানা সাত ম্যাচ জিতেলেও স্প্যানিশ লা লিগায় নিজেদের ১১তম ম্যাচে ৩-১ গোলে হেরে বসেছে লিওনেল মেসির দল। প্রথমার্ধে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে স্বাগতিক লেভান্তের বিপক্ষে পেরে ওঠেনি কাতালানরা।
প্রথমার্ধে মেসির গোলে লিড নিয়ে বিরতিতে যায় বার্সা। কিন্তু দ্বিতীয়ার্ধে সাত মিনিটের মধ্যে তিন গোল করে ম্যাচ জিতে নেয় লেভান্তে। বিরতির পর ম্যাচের ৬১ মিনিটের মাথায় লেভান্তেকে সমতায় ফেরান স্প্যানিশ মিডফিল্ডার জোসে ক্যাম্পানা। ৬৩ মিনিটের মাথায় স্বাগতিকদের ২-১ গোলে এগিয়ে নেন রিয়াল মাদ্রিদের সাবেক ফরোয়ার্ড বোরহা মায়োরাল। সার্বিয়ান মিডফিল্ডার নেমানিয়া ৬৮ মিনিটের মাথায় বার্সার জালে বল জড়ান। ১১ ম্যাচ শেষে বার্সার সংগ্রহ ২২ পয়েন্ট।
বিডি প্রতিদিন/এ মজুমদার