ক্রিকেটের তিন ফরম্যাটেই দুর্দান্ত খেলা বাবর আজম সম্প্রতি পাকিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়ক হয়েছেন। আর নেতৃত্ব পাওয়ার পর এই টি-টোয়েন্টিতে যেন আরও ধারাবাহিক হয়ে উঠলেন।
দ্বিতীয় ম্যাচে দারুণ খেলতে থাকা বাবর অবশ্য ফিফটি করার পথে রান আউটের শিকার হন। ৪৯ রানে ব্যাটিংয়ে থাকা ডানহাতি এই ব্যাটসম্যান দৌড়ে দুই রান নিতে গিয়ে ডেভিড ওয়ার্নারের থ্রোতে প্যাভিলিয়নের পথ ধরেন। তবে আউট হওয়ার পর নিজেকে ঠান্ডা রাখতে পারলেন না শান্ত স্বভাবের এই ক্রিকেটার। অপরপ্রান্তে থাকা ইফতিখার আহমেদের ওপর ক্ষোভ উগরে দিলেন। মাঝ ক্রিজে দাঁড়িয়ে সতীর্থকে কড়া কিছু শুনিয়ে মাঠ ছাড়েন।
স্টিভেন স্মিথের ‘স্পেশাল’ ইনিংসে ভর করে এ ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারায় অস্ট্রেলিয়া।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ