কলকাতার ঐতিহ্যবাহী স্টেডিয়াম ইডেন গার্ডেনে প্রথমবারের মতো গোলাপি বলে দিবা-রাত্রির টেস্ট খেলতে মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ স্বাগতিক ভারত। আগামী ২২ নভেম্বর অনুষ্ঠিত হবে এই ম্যাচ।
বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি এই ম্যাচ স্মরণীয় করে রাখতে নিয়েছেন নানা উদ্যোগ। ইতোমধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।
জানা গেছে, শেখ হাসিনার জন্য মধ্যাহ্নভোজে ৫০ পদের বেশি খাবার রাখা হচ্ছে। এছাড়াও দুই বাংলার সব রকম জনপ্রিয় খাবার থাকছে অতিথিদের আপ্যায়নের জন্য। এছাড়াও এই ম্যাচে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, শচীন টেন্ডুলকারসহ আরও অনেকে।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ