১৯ নভেম্বর, ২০১৯ ০৭:০৭

দিন-রাতের টেস্ট নিয়ে সমর্থকদের উদ্দেশ্যে দুঃখ প্রকাশ সৌরভের

অনলাইন ডেস্ক

দিন-রাতের টেস্ট নিয়ে সমর্থকদের উদ্দেশ্যে দুঃখ প্রকাশ সৌরভের

প্রতীকী ছবি

কলকাতায় অনুষ্ঠিত হচ্ছে ভারতের প্রথম দিন-রাতের টেস্ট। গোলাপি ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে ক্রিকেট ভক্তদের এখন অপেক্ষা। ঐতিহ্যবাহী এই টেস্টের প্রথম তিন দিনের সব টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়েছে গেছে। আগ্রহী অনেক সমর্থক হন্যে হয়ে টিকিট খুঁজছেন। যারা পাচ্ছেন না, তাদের উদ্দেশ্যে দুঃখ প্রকাশ করেছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী।

তিনি বলেছেন, ক্রিকেটপ্রেমীদের কথা ভেবে খারাপ লাগছে। কিন্তু টিকিট যদি বিক্রি হয়ে যায়, তাহলে তো আসন সংখ্যা বাড়ানো যাবে না। টেস্ট ক্রিকেটের পুনরুজ্জীবনের জন্য এই টেস্ট দরকার ছিল। এটাই রাস্তা ছিল সামনের দিকে তাকানোর। বিশ্বের সর্বত্র রাতে টেস্ট হয়। এটা ভারতে শুরু করা খুব দরকার ছিল।

‘আসল চ্যালেঞ্জ হল, মানুষকে মাঠে ফিরিয়ে আনা। একটা ভারত-পাকিস্তান ম্যাচ ঘোষণা হলেই বিশ্বের যে কোনও জায়গায় মাঠ ভরে যায়। এই টেস্ট ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তানের ম্যাচের চেয়েও কঠিন আয়োজন করা বলেও সৌরভ গাঙ্গুলী জানান। উল্লেখ্য, কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দিবা-রাত্রির টেস্ট শুরু হবে আগামী শুক্রবার।

বিডি-প্রতিদিন/শফিক

সর্বশেষ খবর