১৮ জানুয়ারি, ২০২০ ০১:৫২

একজন সেট ব্যাটসম্যান থাকলে রান তাড়া করা সম্ভব হতো : মুশফিক

অনলাইন ডেস্ক

একজন সেট ব্যাটসম্যান থাকলে রান তাড়া করা সম্ভব হতো : মুশফিক

খুলনা টাইগার্সকে হারিয়ে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপা জিতল রাজশাহী রয়্যালস। 

শুক্রবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭০ রান করে রাজশাহী। জবাবে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৪৯ রানের বেশি করতে পারেনি খুলনা।

পরাজয়ের কারণ ব্যাখ্যা করতে বলা হলে  খুলনা টাইগার্সের ক্যাপ্টেন মুশফিক ব্যাখ্যা দেন। তার প্রথম ব্যাখ্যা, ১০ থেকে ১৫ রান বেশি হয়েছে প্রতিপক্ষের। আর তার চেয়ে বড় কথা, খুলনা টাইগার্স ক্যাপ্টেনের ধারণা, শেষদিকে তার সঙ্গে একজন সেট ব্যাটসম্যান থাকলে রান তাড়া করাও সম্ভব হতো।

মুশফিক জানান, যখন তিনি উইকেটে যান তখন হিসেব অনেক কঠিন হয়ে পড়েছিল। ওভার পিছু দরকার ছিল ১৫ রান করে। তার ভাষায়, ‘সেটা আমার জন্য বেশ কঠিন ছিল।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর