অস্ট্রেলিয়াকে হারানোর পরেই নতুন অভিযানের জন্য তৈরি ভারত। সোমবার রাতে নিউজিল্যান্ড উড়ে যাওয়ার আগে বিরাট কোহলি জানিয়ে দিচ্ছেন দলের রণকৌশল। যা হল, কেন উইলিয়ামসন-রস টেলরদের উপরে শুরু থেকেই চাপ তৈরি করা।
রবিবার অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জেতার পর কোহলি বলেন, ‘‘গত বছর নিউজিল্যান্ড সফরে গিয়ে আমরা যথেষ্ট ভাল খেলেছিলাম। যা আমাদের আত্মবিশ্বাস জোগাবে।’’
কোহলি বলছেন, ‘‘গত বারও আমাদের পরিষ্কার ধারণা ছিল, মাঠে নেমে কী করতে হবে, সে ব্যাপারে। বিদেশে গিয়ে যদি শুরু থেকেই বিপক্ষ দলের উপরে চাপ তৈরি করা যায়, তা হলে ক্রিকেট দারুণ উপভোগ করা যায়।’’
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ান ডে ম্যাচ খেলবে ভারত। গত বার ওয়ান ডে সিরিজ ৪-১ জেতার পরে টি-টোয়েন্টি সিরিজ ১-২ হেরে যায় ভারত। এ বার কী ভেবে নামবেন কেন উইলিয়ামসনদের বিরুদ্ধে?
নিউজিল্যান্ড সফরের আগে কোনও বিশেষ বিশেষ জায়গায় কি উন্নতি প্রয়োজন বলে মনে করেন? কোহলি বলেন, ‘‘সিরিজের শুরুতে হাল্কা দিলে সমস্যা হতে পারে। প্রথম ম্যাচ থেকেই আধিপত্য জারি রাখতে চাই। প্রথম বল থেকেই চাপ তৈরি করতে হবে।’’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ