নেপালের কীর্তিপুরে আইসিসি বিশ্বকাপ লিগ-২ এর ম্যাচে (৫০ ওভার) যুক্তরাষ্ট্রকে ৮ উইকেটে হারিয়ে বিশ্ব রেকর্ড গড়েছে নেপাল। ভাবছেন, এমন বড় ব্যবধানে জয় তো অহরহ হয়ে থাকে। তাহলে আবার বিশ্ব রেকর্ড কি করে হয়?
আসলে ম্যাচের রহস্য যুক্তরাষ্ট্রে ইনিংসে। আর রেকর্ডটা হয়েছে সেখানে। আগে ব্যাট করে এদিন যুক্তরাষ্ট্র ১২ ওভারে অলআউট হয়েছিল। কিন্তু স্কোরবোর্ডে তুলতে পেয়েছিল মাত্র ৩৫ রান। আর যুক্তরাষ্ট্রকে ৩৫ রানে অলআউট করে বিশ্ব রেকর্ডে নাম লেখায় নেপাল। কেননা আন্তর্জাতিক ওয়ানডেতে এটিই সর্বনিম্ন দলীয় সংগ্রহের রেকর্ড। এর চেয়ে কম রান বা ওভারে ওয়ানডে ক্রিকেটে প্রতিপক্ষকে অলআউট করতে পারেনি কোনো দল।
অবশ্য এককভাবে এ রেকর্ড নেপালের দখলে নেই। কারণ জিম্বাবুয়েকে সমান ৩৫ রানে অলআউট করে আগেই এই রেকর্ডটি গড়েছিল শ্রীলঙ্কা। ২০০৪ সালে নিজেদের ঘরের মাঠে লঙ্কানদের কাছে ১৮ ওভারে ৩৫ রানে অলআউট হয়েছিল জিম্বাবুয়ে। এবার সেই রেকর্ডে ভাগ বসাল প্রতিবেশী দেশটি। তবে শ্রীলঙ্কার চেয়ে ৬ ওভার কমেই প্রতিপক্ষকে অলআউট করেছে নেপাল।
তাদের এ অবিস্মরণীয় পারফরম্যান্সে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন তারকা লেগস্পিনার সন্দ্বীপ লামিচানে। বিশ্বের নানান ফ্র্যাঞ্চাইজি লিগে নিজের কবজির জাদু দেখানো লামিচানে এবার দেশের জার্সি গায়েও করলেন বাজিমাত। টানা ৬ ওভারের স্পেলে মাত্র ১৬ রান খরচায় ৬ উইকেট নিয়েছেন তিনি। যা কি না নেপালের ওয়ানডে ইতিহাসে সেরা বোলিংয়ের রেকর্ডও। এছাড়া সুশান বারি ৫ রানে নিয়েছেন ৪টি উইকেট। জবাবে মাত্র ২ রানে ২ উইকেট হারিয়ে ফেললেও পরশ খাড়কা ১২ বলে ২০ ও দীপেন্দ্র আইরি ১১ বলে ১৫ রানের ভর করে লক্ষ্যে পৌঁছে যায় নেপাল।
বিডি-প্রতিদিন/মাহবুব