১৯ ফেব্রুয়ারি, ২০২০ ১০:২২

২০২৩ সালের বিশ্বকাপ নিয়ে যা বললেন টেইলর

অনলাইন ডেস্ক

২০২৩ সালের বিশ্বকাপ নিয়ে যা বললেন টেইলর

ফাইল ছবি

এক বছর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে সুপার ওভারে হেরে ৫০ ওভারের ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল নিউজিল্যান্ডের। হয়তো সে কারণেই আরও একবার অধরা বিশ্বকাপ জেতার লক্ষ্যে ঝাঁপাতে চান রস টেইলর। নিউজিল্যান্ডের এই ব্যাটসম্যানের চোখ এখন ২০২৩ বিশ্বকাপে। তবে আগামী বছরের শেষে তিনি কী অবস্থায় থাকেন, তা দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন টেইলর।

টেইলর বলেছেন, ‘‘২০২৩ বিশ্বকাপ খেলার ব্যাপারটা আমার মাথায় আছে। তবে এখনও সেটা অনেক দূরের ব্যাপার। প্রথম লক্ষ্য হল, পরের বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা। তার পরে ঘরোয়া মৌসুম আছে। যেটা শেষ হলে বুঝতে পারব ঠিক কোন জায়গায় আছি।’’ 

টেইলর যোগ করেন, ‘‘কতগুলো শর্ত পূরণ হওয়া দরকার। যদি দেখি আমি সমান ক্ষুধার্ত আছি, দক্ষতায় মরচে ধরেনি, ফিটনেস নিয়ে সমস্যা নেই আর দলে জায়গা হচ্ছে, তাহলে অবশ্যই ২০২৩ বিশ্বকাপ খেলার কথা ভাবব।’’ 

তবে পরের বিশ্বকাপের কথা মাথায় থাকলেও নিজের উপরে অহেতুক চাপ তৈরি করতে চান না টেলর। তাঁর মতে, ‘‘সবাই সব সময় ভাল কিছু করতে চায়। কিন্তু মনে রাখতে হবে, এতে চাপও তৈরি হয়ে যায়। যেটা ঠিক নয়। মাঠে নেমে খেলাটাকে উপভোগ করতে হবে। আশা করব, দলের জন্য কিছু অবদান রাখতে পারব।’’


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর