২০ ফেব্রুয়ারি, ২০২০ ১২:৩১

পৃথিবীর যে কোনও দেশের বিরুদ্ধে আমরা লড়তে পারি: কোহলি

অনলাইন ডেস্ক

পৃথিবীর যে কোনও দেশের বিরুদ্ধে আমরা লড়তে পারি: কোহলি

ফাইল ছবি

টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করার পর একদিনের ক্রিকেটে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নিজেরা হোয়াইট ওয়াশ হয়েছ টিম ইন্ডিয়া। আগামীকাল শুক্রবার থেকে শুরু হবে টেস্টের লড়াই। নিউজিল্যান্ডের বোলার, ব্যাটসম্যান, ও ফিল্ডার সকলেই দারুণ স্কিলড। তাই টেস্ট সিরিজ কেউ কাউকে ছাড় দেবে না বলেই মনে করেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

কোহলি জানান, নিউজিল্যান্ড নিশ্চিতভাবেই নিজেদের দেশে হোম অ্যাডভানটেজ পাবে। তবে ভারতীয় দল যেকোনও দলকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে তৈরি। ভারতের দলে যারা আছেন তারা ফিটনেস লেভেল ও মেন্টাল স্ট্রেংথকে এমন জায়গায় নিয়ে গেছে তাতে যে কোনও বিপক্ষকে মাত দিতে পারেন।

এবারের নিউজিল্যান্ড সফরে এখনও অবধি বিরাট কোহলির ব্যাটে তেমন রান ছিল না। তাই টেস্টে ফের একবার নিজের রাজকীয় ফর্মে ফেরার লক্ষ্যেই বিরাট কোহলি'র। আগামীকাল শুক্রবার ওয়েলিংটনে ভারতের প্রথম টেস্ট। পরের টেস্ট ২৯ ফেব্রুয়ারি ক্রাইস্টচার্চে ৷ পাশাপাশি নিউজিল্যান্ডে মাঠের বাইরের জিনিস কম প্রভাবিত করায় মাঠে পারপরম্যান্স দিতে বাড়তি সুবিধা হবে জানিয়েছেন বিরাট কোহলি।

 

বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর