গত গ্রীষ্মের দলবদলের বাজারে নেইমারকে নিয়ে যখন পিএসজি আর বার্সার মধ্যে রশি টানাটানি হচ্ছিল, সেসময় দুইয়ের মাঝে ঢুকে পড়েছিল রিয়াল মাদ্রিদও। শেষ পর্যন্ত অবশ্য বার্সা কিংবা রিয়াল কারো কাছেই নেইমারকে বেচতে রাজি হয়নি ফরাসি চ্যাম্পিয়নরা।
ব্রাজিল জাতীয় দলে নেইমার আর কাসেমিরো একসঙ্গে অনেক ম্যাচ খেললেও ক্লাব পর্যায়ে সেই সৌভাগ্য হয়নি। নেইমারকে নিয়ে যখন পিএসজির সঙ্গে গোপনে আলোচনা চালিয়ে যাচ্ছিল রিয়াল, ওই সময়টা বেশ আশান্বিত ছিলেন কাসেমিরো।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রিয়ালের ব্রাজিলিয়ান মিডফিল্ডার বলেন, ‘আমি নেইমারকে রিয়াল মাদ্রিদে দেখতে চেয়েছিলাম। (ওই সময়) আমি প্রায় প্রতিদিনই ওর (নেইমার) সঙ্গে কথা বলতাম। সে অসাধারণ খেলোয়াড়।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ