ভারতের বাঁ-হাতি স্পিনার প্রাজ্ঞন ওঝা সব ধরণের ক্রিকেটে থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ।
২০০৮ সালে বাংলাদেশের বিপক্ষে আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষেক হয় ওঝার। একই বছর একই প্রতিপক্ষের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয় তার। ম্যাচটিতে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরাও হোন তিনি। তবে আন্তর্জাতিক ক্যারিয়ারটা বেশিদূর এগোয়নি ওঝার। টিম ইন্ডিয়ার জার্সিতে খেলেছেন মাত্র ১৮ ওয়ানডে এবং ৬টি টি-টোয়েন্টি। অবশ্য টেস্টে মোটামুটি সফল বোলার ছিলেন ওড়িষ্যাই জন্ম নেওয়া এ স্পিনার। ২০০৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে লাল বলের ক্রিকেটে অভিষেকের পর মোট ২৪ টেস্ট খেলে ১১৩ উইকেট শিকার করেন তিনি।
ওঝা শেষ টেস্ট খেলেছেন ২০১৩ সালে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেই ম্যাচে দুই ইনিংসে ১০ উইকেট নিয়ে ম্যাচ সেরাও হোন তিনি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ